৯ কেজি ২শ গ্রাম স্বর্ণসহ নারী গ্রেফতার

বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৯ কেজি ২শ গ্রাম ওজনের ৫৭টি স্বর্ণের বারসহ বানেছা বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে বিজিবি।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত বানেছা বেগম বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের দুখে মিয়ার স্ত্রী।

৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, তাদের কাছে গোপন সংবাদ আসে সীমান্ত পথে মাদকের একটি চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারি বাড়ায়। এক পর্যায়ে বানেছা বেগমকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তাকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। এরপর তার একটি ব্যাগ থেকে ৯ কেজি ২শ গ্রাম ওজনের ৫৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ওই স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা।

বানেছা বেগমের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *