নিজেদের কেনার সামর্থ্য না থাকলেও ঈদে নতুন পোশাক পাওয়া থেকে বঞ্চিত হবে না সুবিধাবঞ্চিত শিশুরা ও তাদের পারিবার। সারা দেশে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পারিবারের মাঝে ঈদের পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করেছে বাঙ্গালীর পাঠশালা।
প্রতি বছরই ঈদ ঘিরে উৎসবে মাতে বাঙ্গালীর পাঠশালার শিক্ষার্থীরা ও তাদের পরিবার। রঙিন পোশাক পরা শিশুরা এবারও মেতে উঠেছে উচ্ছ্বাসে। এ বছরও শিশুদের হাতে ঈদের পোশাকসহ ব্যাগভর্তি নানা উপহার তুলে দেয়া হয়েছে।
আগাম ঈদের নতুন জামা দিয়ে তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শিশুরাও উচ্ছ্বসিত ঈদের নতুন জামা পেয়ে।
শিশুদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে অক্লান্ত চেষ্টা করেছেন বাঙ্গালীর পাঠশালা। তাদের আশা, এই শিশুরাই গড়ে তুলবে সুন্দর বাংলাদেশ।