শোক দিবসে করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের দুইদিন ব্যাপী মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এস হোসেন : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ করগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ (আগস্ট) শনিবার ও ১৬ই আগস্ট বোরবার দুইদিনব্যাপী বিশেষ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

১৬ই আগস্ট বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন দর্শন ও আত্নত্যাগ নিয়ে করগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি ও সাবেক সফল
সচিব নূর মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ এমপি মহোদয় বলেন বঙ্গবন্ধু শুধু আওয়ামীলীগ নয় দল,মত নির্বিশেষে সকলের নেতা এবং উনি শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের নেতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি দিলীপ ঘোষ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব আইনউদ্দিন, কটিয়াদী ডিগ্রি কলেজের সাবেক ভিপি দুলাল বর্মণ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুর রহমান,কটিয়াদী সমিতির ঢাকার সাধারণ সম্পাদক হামিদুল হক দুলাল,কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদারসহ কটিয়াদী উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমীকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামিলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ সহ আরো উপস্থিত ছিলেন করগাঁও এর কৃতি সন্তান ঢাবির সাবেক ছাত্রনেতা শাকিল আহমেদ, জবির মেধাবী ছাত্রনেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, ঢাবি ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জোবায়ের হোসেন,কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুদীপ্ত সরকার।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর মোহাম্মদ এমপি মহোদয়ের শ্রেষ্ঠ আবিষ্কার (যার দিনরাত পরিশ্রমে করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ দীর্ঘ ২২বছর পর প্রাণ ফিরে পেয়েছে) করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব লায়ন মোঃসারওয়ার হোসেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব সারওয়ার হোসেন বলেন আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো বিশ্বনেত্রী শেখহাসিনার মাধ্যমে বাস্তবায়ন করি।

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তুতন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *