মূল্যায়ন হবে করোনাকালীন কর্মকাণ্ড

দীর্ঘ সময় ক্ষমতাসীন হওয়ার সুবাধে আ.লীগে হাইব্রিড বা দলছুট নেতাদের দাপট নিয়ে সমালোচনা অনেক দিনের। অনেক ক্ষেত্রে ব্যক্তিবলয় ভারী করতে গিয়ে তৃণমূল কমিটি গঠনে স্বজনপ্রীতি ও অন্য দলের লোকদের প্রাধান্য দেয়ার অভিযোগ রয়েছে।

এসব অভিযোগ থেকে বের হয়ে তৃণমূলকে সুংগঠিত ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করার উদ্যোগ নিয়েছে আ.লীগ। একই সঙ্গে করোনা সংকটে জীবন ঝুঁকি নিয়ে মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন এমন নেতাদের আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনে স্থান দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত দলের সভাপতিমণ্ডলীর সভায় ত্যাগী নেতাদের সমন্বয়ে পরিচ্ছন্ন তৃণমূল গঠনের কঠোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিতর্কিত, নব্য আ.লীগ ছেঁটে পরীক্ষিত, ত্যাগী ও মানবিক কর্মকাণ্ডে জড়িত নেতাদের দলে জায়গা দিতে সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন। যেসব কমিটি ইতোমধ্যে দপ্তরে জমা পড়েছে, সেখানে বিতর্কিত কেউ থাকলে বাদ দেয়ার সিদ্ধান্ত দেন।

এসব নির্দেশনা বাস্তবায়নে সিনিয়র নেতাদের নিয়ে শক্তিশালী তৃণমূল গঠনে বিভাগীয় সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। গত ১৭ সেপ্টেম্বর সভাপতিমণ্ডলীর সভার সিদ্ধান্তসমূহ তৃণমূল নেতাদের চিঠি দিয়ে পালনের জন্য নির্দেশ দিয়েছেন আ.লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই চিঠিতে তৃণমূলকে পাঁচটি বিষয়ে অবহিত করা হয়।

চিঠিতে বলা হয়— সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে আটটি বিভাগীয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। বিভাগীয় কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা অন্তর্ভুক্ত হবেন।

ওই চিঠিতে আরও বলা হয়, গত বছর ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগে-পরে আ.লীগের ৩১টি সাংগঠনিক জেলার কাউন্সিল সম্পন্ন হয়েছে। মেয়াদোত্তীর্ণ বাকি সাংগঠনিক জেলাসমূহে কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করতে হবে।

তবে জেলা সম্মেলনের পূর্বে জেলার অধীন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কাউন্সিল সম্পন্ন করতে হবে। নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সংগঠনের বিভিন্ন পর্যায়ের ত্যাগী-পরীক্ষিত বিশেষ করে বন্যা, ঘূর্ণিঝড় ও করোনাকালীন যারা দেশের মানুষের কল্যাণে ত্যাগ স্বীকার করেছেন তাদের মূল্যায়ন করতে হবে।

আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন। দিবসটি উপলক্ষে সারা দেশে সকল মসজিদে দোয়া মাহফিল ও মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে সীমিত পরিসরে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আলোচনা সভার আয়োজন করতে বলা হয়েছে।

চিঠি পেয়েছেন জানিয়ে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, কাদের ভাই স্বাক্ষরিত চিঠি পেয়েছি। আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করবো, সে প্রস্তুতি আছে।

শরীয়তপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে বলেন, চিঠির কথা শুনেছি, এখনো হাতে পাইনি, কাল হয়তো পাবো। তবে ইতোমধ্যে কেন্দ্রীয় দপ্তর থেকে নির্দেশনা মৌখিকভাবে জানানো হয়েছে।

গতকাল এ বিষয়ে আ.লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আ.লীগের সকল পর্যায়ের কমিটিতে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীরা বাদ পড়া কোনোভাবেই মেনে নেয়া যায় না।

সামনে যে কমিটিগুলো গঠন করা হবে, সেগুলোতে অবিতর্কিত এবং ত্যাগীদের অগ্রাধিকার দিতে হবে। এসময় যেসব কমিটি জমা হয়েছে, সেখানে স্বজনপ্রীতি ও নিজেদের লোক দিয়ে কমিটি দেয়া হয়েছে কি-না তা খতিয়ে দেখা হবে বলে জানান ওবায়দুল কাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *