রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তালিকাভুক্ত ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- মো. মফিজুল ইসলাম ওরফে সোহেল ওরফে মামা (৪৪), মোহাম্মদ আলী (৩৮) এবং চালক মো. হান্নান মিয়া ওরফে হানিফ (২৮)।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি চাপাতি, দুইটি ছুরি, লাঠি, চশমা এবং ফিতা উদ্ধার করা হয়।
বুধবার গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল মিরপুর ১ নম্বর চিড়িয়াখানা রোডের ইসরা দিয়া কাচ্চি হাউজের সামনে একটি এক্সিউ মডেলের প্রাইভেট কার আটক করে ছিনতাইকারীদের গ্রেফতার করে। এ সময় গাড়ি তল্লাশি করে একটি চাপাতি, দুইটি ছুরি, একটি লাঠি, দুইটি ফিতা, একটি সান গøাস জব্দ করে।
অভিযান পরিচালনাকারী মিরপুর মডেল থানার এসআই শরীফুল হাসান বলেন, ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
Your article has answered the question I was wondering about! I would like to write a thesis on this subject, but I would like you to give your opinion once 😀 baccaratsite