সাবেক সিনিয়র সচিব বেগম নাছিমা বেগমকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া সাবেক সচিব ড. কামাল উদ্দিন আহমেদকে সার্বক্ষণিক সদস্য এবং আরও ছয়জনকে কমিশনের অবৈতনিক সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
উল্লেখ্য, ৭০ বছর পূর্ণ হওয়ায় গত ৩০ জুন ছিল মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের শেষ কর্মদিবস। কাজী রিয়াজুল হক ও কমিশনের সদস্যরা নিয়োগ পেয়েছিলেন ২০১৬ সালের ৩ আগস্ট।