মন খারাপের বিজ্ঞাপনঃতানিয়া সুলতানা হ্যাপি

গদ্যকবিতা

মন খারাপের বিজ্ঞাপনঃ
——————————–তানিয়া সুলতানা হ্যাপি

শরতের টানা গুঁড়িগুড়ি বৃষ্টিতে
আমার মনটা আজ বেজায় খারাপ।
ভাবছি গণমাধ্যমে একটা মন খারাপের বিজ্ঞাপন দিবো।
এ শহর ছেয়ে যাক আমার মন খারাপের বিজ্ঞাপনে।
আমার মন খারাপের বিজ্ঞাপনের পোস্টারে
সেঁটে যাক শহর থেকে গ্রামে -গঞ্জে- লোকালয়ে।

টেলিভিশনে প্রচার করা হোক
আমার মন খারাপের বিজ্ঞাপন।
আগামীকালের পত্রিকার প্রথম পাতায়
ছাপানো হোক আমার মন খারাপের বিজ্ঞাপন।

কিন্তু না!
তা তো হবে না,
আর হবেই বা কেন?
ত্রিশোর্দ্ধ কুৎসিত,কালো,একা
একটা মেয়ের পৃথিবী কতটা বিভৎস!
ত্রিশোর্দ্ধ একা একটা মেয়ের পৃথিবী কতটা ভয়ংকর!
এই খবর গণমাধ্যমে প্রচার করার কি আছে?

গণমাধ্যম খুঁজে চমকপ্রদ খবর।
গণমাধ্যম খুঁজে তরতাজা খবর।
গণমাধ্যমে খুঁজে না নিত্য নৈমিত্তিক অতি সাধারণ ঘটনা।
কারোর মন খারাপের বিজ্ঞাপনে গণমাধ্যমের নেই আগ্রহ।

এ পৃথিবী যোগ্য ও সাহসী মানুষদের।
সবাই শুধু সফলতারই গল্প শুনতে চাই।
কিছু একটা করে ঘুরে দাঁড়াতে পারলেই
তা প্রচারে হুমড়ি খেয়ে পড়বে সব গণমাধ্যমগুলো।

শুধু প্রচারিত হয় না কুৎসিত,কালো,একা
মেয়েদের মন খারাপের বিজ্ঞাপন।
প্রচার করা সম্ভব হয়ে ওঠে না ত্রিশোর্দ্ধ কুৎসিত,কালো
একা থাকা মেয়েদের মন খারাপের বিজ্ঞাপন।

একাকী থাকা মেয়েরা সবাই শোন
কুৎসিত, কালো মেয়েদের বন্ধু মেলে না।
বৃষ্টির দিনে মেনে নিতে হয় অঘোষিত নিষেধাজ্ঞা ।
শরতের শুদ্র বিকেলে কেউ তোমার জন্য
কদম ফুল হাতে নিয়ে অপেক্ষা করবে না।
মাওয়া ঘাটে পদ্মার ইলিশের ডিম খেতে যেতে মানা।
ঝুম বৃষ্টিতে ভিজতে মানা।

এতোসব অঘোষিত নিষেধাজ্ঞা
কেন মেনে চলতে হয় বুঝ তো?
বৃষ্টিতে ভিজে হাড়কাঁপানো জ্বর আসলে
সেবক পাবে কোথা?

ত্রিশোর্দ্ধে একাকী মেয়েরা আরো শোন –
নিজের মতো করে গড়ে তোল এই বিপুলা পৃথিবী।
ক্যারিয়ার আর সুস্থ জীবন গড়তে হও আত্নপ্রত্যয়ী।
মনে রেখো-
এ পৃথিবীতে সবাই একা
তবে কেউ কেউ ভীষণ একা।
একাকী থাকা কোন অপরাধ নয়।
তোমার একাকিত্বই তোমার যোগ্যতা।
একাকিত্বেই খুঁজে নাও প্রেরণা আর মুক্তিরবার্তা।

যারা একাকিত্ব কে জয় করেছে
তাঁরাই হয়েছে পৃথিবীতে পূজনীয়।
একাকিত্বে ভর করে ঐশ্বরিক শক্তি
খোদার অসীম আরাধ্য আর প্রেম ভক্তি।

গণমাধ্যমগুলো ত্রিশোর্দ্ধে একাকী মেয়েদের
মন খারাপের বিজ্ঞাপন প্রচার না করুক।
কেউ প্রেম না দেউক, নির্ভরতা না দেউক।
একাকিত্বেই খুঁজে নাও ভেতরের আমিত্ব কে।

ত্রিশোর্দ্ধ কুৎসিত, কালো, একা মেয়েরা সবাই
সাহসী হয়ে একাকিত্ব কে জয় করো।
পৃথিবীতে হাসো, এগিয়ে চলো আর সুস্থভাবে বাঁচো।
তবেই হয়তো বা একদিন
গণমাধ্যমগুলোই তোমার খবর প্রচারে এগিয়ে আসবে।
তোমার এই ভালো থাকাটার বিজ্ঞাপন দিতে…..

২২ আগস্ট ২০২০
আজিমপুর, ঢাকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *