আগামী ২৮ ফেব্র“য়ারি ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার নির্বাচন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে মেয়র পদে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির।
আজ শনিবার দুপুরে দলীয় সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী হিসেবে নায়ার কবিরকে মনোনয়ন দেয়া হয়।
আগামী ২৮ ডিসেম্বর মিসেস নায়ার কবির আওয়ামী লীগের মনোনয়নে দ্বিতীয়বারের মতো মেয়র পদে লড়বেন।
শনিবার দুপুরে প্রার্থী ঘোষনা হওয়ার খবর ব্রাহ্মণবাড়িয়ায় এসে পৌছলে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসব আমেজের সৃষ্টি হয়।
দলীয় নেতা-কর্মীরা নৌকার মার্কার সমর্থনে শহরে মোটর সাইকেল র্যালি বের করে। পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা ঢাক-ঢোল পিটিয়ে শহরে নৌকার সমর্থনে খন্ড খন্ড মিছিল বের করে।
এ ব্যাপারে দলীয় মনোনয়নপ্রাপ্ত মেয়র প্রার্থী মিসেস নায়ার কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা-বিশ্বাস রেখেছেন। আমি প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দেয়ার চেষ্টা করবো। মনোনয়ন পাওয়ায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারসহ দলীয় সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীরা আগামী ২৮ ফেব্র“য়ারি নির্বাচনে নৌকাকে বিজয়ী করবেন।
উল্লেখ্য মেয়র নায়ার কবির সাবেক উপমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হুমায়ূন কবিরের সহধর্মীনি।

Leave a Reply