মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র ডিসেম্বর মাস জুড়ে বিভিন্ন কর্মসূচী পালন করেছে। তারই অংশ হিসেবে গত ২৫ ডিসেম্বর সমগ্র জালালাবাদ অঞ্চল হতে কিছু বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কাওরানবাজারস্থ জালালাবাদ ভবনে সংবর্ধনার আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল হারুন আহমেদ চৌধুরী (অবঃ) বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেজর জেনারেল ইমামুজ্জামান চৌধুরী (অবঃ) বীর বিক্রম এবং বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আহাদ চৌধুরী।
এছাড়াও সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের মাঝ থেকে বীর মুক্তিযোদ্ধা ড: সি.এম. দিলওয়ার রানা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম বিপিএম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ড. আহমেদ আল কবিরসহ আরোও অনেকে বক্তব্য রাখেন।
Leave a Reply