প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির তথ্যানুযায়ী, রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৮২ হাজার ৭৪ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ৮ হাজার ৬৯৭ জনের এবং এরই মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৫৯ লাখ ৮ হাজার ৫২৪ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮০ হাজার ১৭৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৮ লাখ ৪১ হাজার ৪২৮ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৫ লাখ ৮২ হাজার ৬৯৮ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ২৭৭ জন।
মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ হাজার ২৫৪ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৬ হাজার ২১৬ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ৪৪ হাজার ৯৪০ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৬ হাজার ৮৪৬ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়।
এখন পর্যন্ত এই ভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

Leave a Reply