Sunday, July 05, 2020

বিয়ের প্রস্তুতি তার আগেই ব্যাচিলারেট পার্টিতে ভাইরাল প্রিয়াঙ্কা

বিনোদন

ব্যাচিলারেট পার্টিতে বেজায় খুশি প্রিয়াঙ্কা চোপড়া৷ সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ বলিঅন্দরের খবর মাসখানেক পরই প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে৷ তোড়জোড় চলছে বিয়ের প্রস্তুতি৷

ওয়েডিং গাউন থেকে শুরু করে জুয়েলারি, অথিতিদের তালিকা, বিয়ের ভেনু সমস্ত রেডি৷ শেষ মুহূর্তের কিছু কাজেই এখন ব্যস্ত ব্যস্ত গ্লোবালগার্ল৷ কাজের ফাঁকেই একটা ছোট্ট অনুষ্ঠান বেশ আনন্দ করে ফেললেন তিনি৷

প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ বান্ধবীরা একটি পার্টি অরগানাইজ করেছিলেন৷ পার্টিটা ছিল প্রিয়াঙ্কার ব্রাইডাল শাওয়ারের৷ সাদা বডিকন গাউন পরেছিলেন প্রিয়াঙ্কা৷ পার্টিতে কেবল মহিলারাই ছিলেন৷ প্রিয়াঙ্কা বেশ কয়েকটি ছবিও আপলোড করেছেন ইনস্টাগ্রামে৷ প্রিয়াঙ্কা মা, নিকের মা, সহ অনেকেই দেখা গিয়েছে ছবিতে৷ এনগেজমেন্টের পর বদলে গিয়েছে প্রিয়াঙ্কার পরিচয়৷ এখন তিনি উড বি মিসেস জোনাস৷ প্রিয়াঙ্কাকে নতুন পরিচয়টি দিয়েছেন তাঁর হবু বর নিক৷

 

জানা যাচ্ছে, ডিসেম্বরের শুরুর দিকেই তাঁদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে৷ কোথায়, কীভাবে বিয়ে হবে সে বিষয় যদিও কোনও খবর যায়নি৷ তবে বিয়ের পর যে বাড়িতে তাঁরা থাকবেন, সেই বাড়ির ছবি প্রকাশ্যে এসেছে৷

বেভারলি হিলসই হতে চলেছে প্রিয়াঙ্কা নিকের নতুন ঠিকানা৷ সেই বাড়ির প্রতিটি কোনার ছবি রিভিল হয়ে গিয়েছে৷ তবে সকলের মাথায় হাত পড়েছে বাড়ির দাম শুনে৷ বাড়িটির দাম ৬.৫ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৪৮ কোটি টাকা৷

জানা যাচ্ছে, ডিসেম্বরের শুরুর দিকেই তাঁদের বিয়ের ডেট ফাইনাল হয়েছে৷ কোথায়, কীভাবে বিয়ে হবে সে বিষয় যদিও কোনও খবর যায়নি৷ তবে বিয়ের পর যে বাড়িতে তাঁরা থাকবেন, সেই বাড়ির ছবি প্রকাশ্যে এসেছে৷

বেভারলি হিলসই হতে চলেছে প্রিয়াঙ্কা নিকের নতুন ঠিকানা৷ সেই বাড়ির প্রতিটি কোনার ছবি রিভিল হয়ে গিয়েছে৷ তবে সকলের মাথায় হাত পড়েছে বাড়ির দাম শুনে৷ বাড়িটির দাম ৬.৫ মিলিয়ন ডলার৷ ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়ায় ৪৮ কোটি টাকা৷