আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে আনুষ্ঠানিকভাবে জো বাইডেনকে অনুমোদন দিলো ডেমোক্র্যাট। মঙ্গলবার রাতে ডেমোক্র্যাটের জাতীয় সম্মেলনে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাইডেনকে সমর্থন জানায় দলটি। খবর বিবিসির।
এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা বাইডেন এবার দেশটির সর্বোচ্চ পদে লড়তে যাচ্ছেন। তিনি এখন ডেমোক্র্যাটের প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করতে মরিয়া তিনি।
ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে জো বাইডেন অনেক আগেই নিশ্চিত হয়েছিলেন। সম্মেলন ছিল শুধু আনুষ্ঠানিকতা। ডেমোক্র্যাটের হয়ে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন তিনি।
ডেমোক্র্যাট নেতারা তার জয়ের প্রতি আশা প্রকাশ করেন। দেশ এবং দেশের বাইরে ট্রাম্প যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন সেটি বাইডেন মেরামত করবেন বলেও আশা প্রকাশ করেন তারা।
সম্প্রতি সহযোগী হিসেবে (ভাইস প্রেসিডেন্ট) ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসের নাম ঘোষণা করেছেন বাইডেন। তারপরই প্রেসিডেন্ট ট্রাম্প কমলার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন। যদিও সেই প্রশ্নের কড়া জবাব দিয়েছেন কমলা।
এছাড়া প্রেসিডেন্ট নির্বাচনের জরিপে দেখা বাইডেনের পক্ষে ভোট পড়েছে ৫০ শতাংশ। অপরদিকে ট্রাম্পের পক্ষে পড়ে ৪৬ শতাংশ ভোট।
নতুন কয়েকটি জরিপে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে ব্যাপক উৎসাহও দেখা গেছে। সিএনএন’র জরিপ বলছে, ২০০৩ সালের পর প্রথমবারের মতো সংখ্যাগরিষ্ঠ মার্কিন নাগরিকরা আসন্ন নির্বাচন নিয়ে অতি উৎসাহী হয়ে আছেন।

Leave a Reply