আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
১৯ অক্টোবর সোমবার ঘড়ির কাটা তখন বিকাল ৫ টা।কিশোরগঞ্জ পৌর এলাকার হারুয়া বৌ বাজার মোড়ে গণসংযোগ করছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মো:শরীফুল ইসলাম শরীফ।
২৫-২৬ বছরের টগবগে তরুণ সুমন। মো:শরীফুল ইসলাম শরীফকে দেখে এগিয়ে এসে বুকের সাথে বুক লাগিয়ে বলে উঠলো “ভাই এবার আমরা আপনাকে মেয়র হিসেবে চাই”।
১২ অক্টোবর মঙ্গলবার রাত ৮ টা শিক্ষকপল্লী এলাকায় গণসংযোগ করছেন মেয়র প্রার্থী প্রকৌশলী আলহাজ্ব মো:শরীফুল ইসলাম শরীফ।
স্থানীয় এলাকাবাসী রাকিব তাদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরে বলেন” শরীফ ভাই আপনি মেয়র হলে আমাদের দু:খ কষ্ট গুলি দূর হবে।আমরা আপনার সু্যোগ্য নেতৃত্বের অপেক্ষায়”।
মেয়র প্রার্থী প্রকৌশলী আলহাজ্ব মো:শরীফুল ইসলাম শরীফ এভাবেই প্রতিদিন বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে গিয়ে শুনছেন তাদের দু:খ দুর্দশার কথা।তাদের কষ্ট দূর করতে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি ও শুনাচ্ছেন আশার বাণী।
কিশোরগঞ্জ পৌরসভার বর্তমান নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে।ডিসেম্বরের শেষে নির্বাচন হবার খবরে উত্তাপ ছড়াতে শুরু করেছে পৌর এলাকাবাসী ও প্রার্থীদের মাঝে।
গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হন মাহমুদ পারভেজ।তিনি এবার ও দলীয় মনোনয়ন চাইবেন।তবে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে এবার সুবিধাজনক অবস্থায় রয়েছে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মো:শরীফুল ইসলাম শরীফ।
সাধারণ ভোটার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তার রয়েছে নিবিড় যোগাযোগ। তাই ভোটাররা তাকে ঘিরেই স্বপ্ন বুনছে।

এ ছাড়াও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সরব রয়েছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল আজিজ,জেলা যুবলীগের আহবায়ক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল,জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি,সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম জুয়েল।
অপরদিকে গত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে পরাজিত হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। তিনি এবার নির্বাচনের আগ্রহী না হওয়ায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাজী ইসরাইল মিয়া এবার বিএনপির প্রার্থী হচ্ছেন বলে মনে করছেন সাধারণ নেতাকর্মী ও ভোটাররা।
তিনি ছাড়াও বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক মেয়র আবু তাহের মিয়া,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাবেক এজিএস দেলোয়ার হোসেন দিলু।
আওয়ামী লীগের দলীয় মনোয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের বর্তমান সভাপতি প্রকৌশলী আলহাজ্ব মো:শরীফুল ইসলাম শরীফ বলেন,দলীয় মনোনয়ন পেয়ে আমি নির্বাচিত হলে কিশোরগঞ্জ পৌরসভাকে সর্বাধুনিক শহর হিসেবে গড়ে তুলবো।সব ধরনের নাগরিক সুবিধা সম্পন্ন উন্নত-আধুনিক পৌরসভা গঠনে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।পৌরসভার প্রতিটা ওয়ার্ডের চেহারাই পাল্টে যাবে বলেও জানান তিনি।তিনি আরো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন প্রদান করেন তাহলে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি আপার পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণে দলমত নির্বিশেষে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাব আমি।
Leave a Reply