করোনা হওয়ায় বাড়ির একটি ঘরে আইসোলেশনে থাকতে শাশুড়ি।সেখানে তাকে নিয়মিত খাবার দেওয়া হচ্ছিল। তবে পরিবারের অন্য সদস্যরা তাকে এড়িয়ে চলতেন। ঘরে একা থাকতে থাকতে ক্লান্ত শাশুড়ি। ফলে একদিন পুত্রবধূর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন।বললেন, আমি মরে গেলে তোমরা ভালো থাকতে চাও। তোমারও করোনা হোক।
২০ বছরের ওই গৃহবধূ সংবাদ মাধ্যমকে বলেছেন, কয়েক দিন আগে করোনা হওয়ায় শাশুড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব রেখে চলছিলেন পরিবারের সবাই। কিন্তু শাশুড়ির বিষয়টা পছন্দ হয়নি। তাই পুত্রবধূকে জড়িয়ে ধরে তিনি বলেছেন, ‘তোমারও করোনা হোক’।
ঘটনার পরেই অবশ্য ছেলে ও ছেলের বউ মিলে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দনে শাশুড়িকে। কয়েক দিন পরেই পরীক্ষা করে দেখা যায়, পুত্রবধূরও করোনা পজিটিভ। আপাতত নিজের বোনের কাছে আছেন ওই নারী।
Leave a Reply