নেপথ্য কথা-ফেরদৌসী সীমা

নেপথ্য কথা

আমার মনে হচ্ছে, আসলে ভালবাসা দিবস কিন্তু প্রাপ্তির নয় বিসর্জনের, প্রপোজ নয় ভালবাসার পরিসমাপ্তির। খৃস্টান পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন এদিনে তার ভালবাসার রমনীর জন্য ফাঁসি কাষ্ঠে ঝুলে ছিলেন। যখনই তিনি তার ভালবাসাকে বিবাহের মধ্যেমে পুর্ণতা দিতে চেয়েছিলেন তখনই তাকে রোম রাজা দ্বিতীয় ফ্লোরিয়াসের রোষানলে পড়ে প্রান দিতে হয়েছিল। ফাঁসির আদেশ শোনা মাত্র, প্রান দেয়ার আগে তিনি ‘ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন’ শিরোনামে শেষ প্রেম পত্র লিখেছিলেন তার প্রেমিকাকে। সেটি ই আজও পথিকৃত হয়ে আছে দুনিয়ার তাবৎ প্রেমিক প্রমিকার কাছে। ভালবাসা দিবসের অবতারণা কিন্তু সে কাহিনি থেকে।
আজও কত প্রকৃত ভালবাসাকে সমাজের রক্তচক্ষুর বলি হতে হচ্ছে। কত প্রেমিক প্রেমিকার আত্মাহুতি হচ্ছে শুধু মাত্র সম-অসম, উঁচু-নীচু, জাত-পাতের বিচারে।তাদের সবাই কে জানাই আজকের দিনে সমবেদনা সহমর্মিতা।অমরত্বের মাঝে তৃপ্তি পাক সেন্ট ভ্যালেন্টাইনের অতৃপ্ত ভালবাসা। আর বেঁচে থাকা হাজারো ভ্যালেন্টাইনের অতৃপ্ত প্রানের তৃপ্তিতে ভালবাসা দিবস অম্লান হোক।

ফেরদৌসী সীমা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *