একদিন শুনেছিলাম
জাতিস্মর কেঁদেছিল
তারপর বহুদিন, থেমেছিল নদী
বিবর্তনের অন্তরে।
শুধু বাঁকা চোখে তাকিয়ে
মহাকালে হারায়
সংবেদন এর ঘুমন্ত প্রলাপ।
তবুও দিগন্তে সূর্য ওঠে রোজ
একটা দিনের মূল্য,
দিতে পারে না
নক্ষত্রের যৌবন।
কারা যেনো ভেজা কষ্ট গুলো
শুকিয়ে শুকিয়ে তুলে রাখে
অমাবশ্যার হীম তিথিতে।
আমি তখন লাল চোখ নিয়ে
ভোরের শিশিরে আকাশ খুঁজেছিলাম!
জানলাম সাত পাতার বীজগণিতের
তুমি হলে শেষ লাইনের গড়মিল।
এখন আর শ্রাবণ দেখিনা
দেবতার অতৃপ্ত নগরে
🌿🌿
TheNorthMan
পল্লব রিভূলেট
বিশ্ব সাহিত্য ভবন•ঢাকা বাংলাদেশ।
Leave a Reply