দৈনিক সকালের সময় প্রকাশক ও সম্পাদক মোঃ নুরুল হাকিম এর রোগ মুক্তির জন্য আজ শুক্রবার বাদ আছর মিরপুর প্রেসক্লাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা, এস এম জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক বাংলাদেশের আলো, মোঃসাজেদুর রহমান স্টাফ রিপোর্টার দৈনিক সকালের সময়, এটিএম শামসুজ্জামান সম্পাদক নিউজ বক্স বিডি, এস এম আর শহীদ সিনিয়র ফটো সাংবাদিক দৈনিক সকালের সময়, আতিয়ার রহমান পাখি স্টাফ রিপোর্টার দৈনিক সকালের সময়, ভূইয়া কামরুল হাসান শোহাগ স্টাফ রিপোর্টার দৈনিক সংবাদ প্রতিদিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অনেক সাংবাদিকবৃন্দ।
এ সময় এস এম জহিরুল ইসলামের বক্তব্যে তিনি বলেন, নুর হাকিম ভাই আমাদের সাংবাদিক সমাজের অহংকার, তিনি আমাদের অভিভাবক। উনার মত সাংবাদিক আমাদের দেশের সম্পদ। তার বিপদে আমরা মর্মাহত, তাই আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি সাংবাদিক জনাব নূর হাকিমকে আল্লাহ সুস্থ্যতা দান করুক।
এ সময় সাংবাদিক নূর হাকিম সাহেবের জন্য বিশেষ দোয়া করা হয়।