দেশে লকডাউন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৪ মার্চ) সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারাই করোনায় বেশি সংক্রমিত হচ্ছেন। আবার অনেকেই মনে করছেন, টিকা নিলেই সব ধরনের করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। কিন্তু তা আসলে নয়। টিকা নিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কিন্তু এরপরও আপনি করোনায় সংক্রমিত হতে পারেন। তাই দেশের মানুষকে বাঁচাতে, অর্থনীতিকে সচল রাখতে হলে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।

এসময় স্বাস্থ্যবিধি মেনে এমবিবিএস পরীক্ষা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রী জানান, আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের এমবিবিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মন্ত্রী বলেন, পর্যটন, পিকনিক ও ওয়াজ মাহফিলসহ সামাজিক অনুষ্ঠানের জন্য করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। সুতরাং ভিড় এড়িয়ে চললে করোনার সংক্রমণ রোধ করা যাবে।

তিনি আরো বলেন, সংক্রমণের এ সময়ে কেউ স্বাস্থ্যবিধি না মানলে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *