দেশে নতুন করোনার থাবা, মিলেছে ৬ জনের শরীরে

তিন মাস আগেই পাওয়া গেছে। যুক্তরাজ্যের সাথে মিল রয়েছে এই উপসর্গের, জিনোম সিকোয়েন্স করেই তা জানা গেছে।

যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরণ বাংলাদেশে প্রথম একজনের শরীরে শনাক্ত হয় আরও তিন মাস আগে। তবে এখন পর্যন্ত এই ভাইরাস ৬ জনের শরীরে পাওয়া গেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বুধবার (১০ মার্চ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের ৬ জনের মধ্যে যুক্তরাজ্যের করোনার নতুন স্ট্রেইন পাওয়া গেছে এবং এ নতুন ধরনের ওপর ভ্যাকসিন ঠিকভাবে কাজ করছে। যুক্তরাজ্যের করোনাভাইরাসের স্ট্রেইন সংক্রমণ ক্ষমতা বেশি।

এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ এই স্ট্রেইন নিয়ে পর্যবেক্ষণ করছে। তবে সংক্রমণ সংখ্যা বাড়ার জন্য ইউকে ভেরিয়েন্টের কোনো প্রভাব নেই।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *