ক্ষুদা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতি এবং জঙ্গিমুক্ত দেশ গড়তে দেশবাসির কাছে সহযোগীতা চেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
রোববার (৬ ডিসেম্বর) মোবাইল ফোনে পাঠানো বার্তায় আহ্বান জানানো হয়। ওই বার্তায় বলা হয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ক্ষুদা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতি এবং জঙ্গিমুক্ত করতে আপনার সহযোগীতা কামনা করছি।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এর পক্ষে থেকে পাঠানো অডিও বার্তায় দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের পক্ষে থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়।
জানতে চাইলে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ আমার সংবাদকে বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলদেশ আজ উন্নয়নের রোল মডেল। ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়িয়েছে। আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যহত রাখতে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সেল এই অডিও কল তৈরি করেছে।

Leave a Reply