ঢাবিতে ছাত্রলীগের হামলায় ছাত্রদল সভাপতিসহ ২০ জন আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি পালনের সময় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। মঙ্গলবার টিএসসিতে জনতা ব্যাংকের সামনে এ হামলা করা হয়।

হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন ছাত্রদলের সহ সভাপতি মামুন খান।

তিনি জানান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ১০/১৫ জন ছাত্রদল নেতাকর্মীকে নিয়ে টিএসসিতে চা খাচ্ছিলেন। এ সময় লকডাউনে অবৈধভাবে হলে থাকা দুই শতাধিক ছাত্রলীগ সন্ত্রাসী অতর্কিতভাবে ছাত্রদল সভাপতিসহ উপস্থিত সকল নেতাকর্মীর উপর হামলা চালায়। এতে উপস্থিত সবাই আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

তিনি বলেন, ছাত্রদল সভাপতির উপর অন্যায়ভাবে যে নোংরা হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সরকারকে এর চড়া মূল্য দিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *