ডক্টর নয়ন বাঙালির ছবি নিয়ে ছাত্রলীগের মিথ্যাচার

নির্বাসিত সমাজকর্ম বিশ্লেষক, সুপ্রিম কোর্র আইনজীবি, জাতীয় যুবনেতা কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও প্রযক্তি বিষয়ক সম্পাদক, চৌদ্দগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ডক্টর গোলাম রাব্বানী নয়ন বাঙালির একটি ছবি সম্প্রতি ফেইসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।

রাজীব আহ ম্মেদ খান নামে চাঁদপুর জেলা ছাত্রলীগের এক নেতা তার ভেরিফাইড আইডিতে নয়ন বাঙালিকে হাইকোর্ট এলাকায় পুলিশি হামলার একটি ছবি ফেইসবুকে শেয়ার করে লিখেন- হ্যা ওনিই আমাদের
সুজিত রায় নন্দী
সাবেক ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন ।
বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক,চাঁদপুর-হাইমচরের মাটি ও মানুষের নেতা। চাঁদপুর-৩ আসনের তৃনমূল আওয়ামী লীগের প্রানের নেতা, জননেতা, আমাদের দাদা।
ছবিঃ-১৯৯৬ সালে অসহযোগ আন্দোলনে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার সময় তোলা।

এই বিষয়ে ডক্টর নয়ন বাঙালি তার ভেরিফাইড আইডিতে একটি পোস্ট করেছেন। এতে তিনি লিখেছেন ‘আওয়ামীলীগ ভোট চুরি করে জানতাম কিন্তু ছবি চুরি করে এটাও দেখলাম- কিভাবে কি?
এই বিষয়ে ডক্টর নয়ন বাঙালির যোগাযোগ করলে এই প্রতিবেদককে বলেন, আওয়ামীলীগ চোর আমার ছবি চুরি করেছে এটা তাদের সামান্য অপরাধ। আমাকে দেশ ছাড়ার জন্য যে কুটকৌশল তারা অবলম্ভন করেছে এটার কাছে ছবি চুরি করাটা একেবারেই নগণ্য। ওরাতো জন্মগত ভাবেই চোর। আমাকে নির্মমভাবে পুলিশী টর্চারের ছবিটি তাদের নিজেদের ছবি বলে চালিয়ে দেয়া জঘন্য মিথ্যাচার ছাড়া আর কিছুই না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *