টিকা নেওয়ার ২৭ দিন পর করোনা আক্রান্ত ডিএমপি কমিশনার

টিকা নেওয়ার ২৭ দিন পর করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

গত ৬ মার্চ তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। ওইদিনই তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বুধবার (১০ মার্চ) বলেন, অসুস্থ বোধ করায় উনাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষায় তার কোভিড পজিটিভ আসে।

গত ৭ ফেব্রুয়ারি দেশে গণ টিকাদান শুরুর দিনই পুলিশ কমিশনার টিকা নিয়েছিলেন জানিয়ে ইফতেখায়রুল ইসলাম বলেন, স্যার এখন ভালো আছেন, কোনো সমস্যা নেই। উনি সবার কাছে দোয়া চেয়েছেন।

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দায় বলেন, টিকা নিলেও কারও কারও করোনা ভাইরাস হতে পারে। ভর্তির ১২/১৩ দিন পর আমরা আবার উনার কোভিড টেস্ট করাব।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন টিকা নেওয়ার ১২ দিন পর তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা সে সময় বলেছিলেন, যারা টিকা নিচ্ছেন, তাদের একটি অংশও আক্রান্ত হতে পারেন। সেটা ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে এবং সব ধরনের টিকাতেই তা হতে পারে। এছাড়া টিকার এক ডোজেও পুরোপুরি কাজ হবে না। দুই ডোজ দিতে হবে। দুই ডোজ দেওয়ার পরই টিকা কতভাগ সংক্রমণ প্রতিরোধ করবে তা বোঝা যাবে। টিকা নেওয়া থাকলে আক্রান্ত হলেও সিভিয়ারিটি কমে যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *