জেল হত্যা দিবস: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ. লীগের শ্রদ্ধা

আজ মঙ্গলবার জেলহত্যা দিবস। এ দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলটির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি বলেন, জেলহত্যাকাণ্ডের অনেক রহস্য উন্মোচন হয়নি। এ রহস্য খুঁজে বের করতে হবে নতুন প্রজন্মের জন্য।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *