ছাগলের মাংস রান্না করে দিচ্ছে না স্ত্রী, পুলিশ ডাকলেন স্বামী

ছাগলের মাংস রান্না করে দিচ্ছে না স্ত্রী, পুলিশ ডাকলেন স্বামী

শখ ছিল ছাগলের মাংস খাওয়ার। তবে রান্না করতে রাজি হচ্ছিল না স্ত্রী। মদ্যপ স্বামীর ধারণা তার প্রতি অন্যায় হয়েছে। তাই সুবিচার চেয়ে স্ত্রীর নামে পুলিশে অভিযোগ জানালেন স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদে তেলঙ্গানার চেরলা গোয়ারাম গ্রামে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। ওই দিন রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে ছাগলের মাংস রান্না করার নির্দেশ দেন নবীন। তবে মদ খেয়ে ঘরে ফেরায় মাংস রান্না করবে না বলে জানায় স্ত্রী। তার পরই নবীন পুলিশকে ফোন করেন। প্রায় ছয়বার পুলিশকে ফোন করেন স্ত্রীর নামে অভিযোগ জানাতে।

বিষয়টিকে প্রথমে মজা হিসেবে ধরে নিলেও একাধিকবার ফোন আসায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে রাতে নবীনের বাড়িতে পুলিশ যায়। তবে পৌঁছলে তাকে মদ্যপ দেখে তারা ফিরে আসেন। পরে শনিবার সকালে তার বাড়ি থেকে নবীনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে জনসাধারণকে বিরক্ত করা এবং উপদ্রব করার জন্য মামলা করা হয়। পুলিশ পরে তাকে সতর্ক করে ছেড়েও দেয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *