মাদকের ভয়াল থাবা থেকে দেশকে বাঁচাতে হলে মাদক সিন্ডিকেট যতই শক্তিশালী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে সামাজিক সচেতনতারও কোনো বিকল্প নেই। ধর্মীয় মূল্যবোধ ও নীতিনৈতিকতার উন্মেষ ঘটাতে হবে। যারা ইতিমধ্যেই মাদকাসক্ত হয়েছে তাদেরও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে সুস্থধারায় ফিরিয়ে আনতে হবে।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাজীপুরের ভাওয়ালগড় ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভাওয়ালগড় ইউনিয়নের লুটিয়ারচালায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মোঃ সালা উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেড-এর পরিচালক ও তরুণ উদীয়মান সমাজকর্মী শিমুল খান প্রমুখ।
এসময় বক্তারা মাদকের বিরুদ্ধে বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং সামাজিক ভাবে প্রতিটি পাড়া মহল্লায় এর প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
Leave a Reply