কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৮ আগষ্ট) তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়।
নূর মোহাম্মদ এমপি বর্তমানে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী গ্রামের বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
সাংসদ নূর মোহাম্মদের ব্যক্তিগত সচিব (পিএস) মামুনুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মামুনুর রহমান জানান, করোনাকালীন (মার্চ-আগস্ট) ৬ মাসের মধ্যে ৫ মাসেরও বেশি সময় নির্বাচনী এলাকার জনগণের সাথে রয়েছেন তিনি। কটিয়াদী-পাকুন্দিয়ার বাজারঘাট থেকে শুরু বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের খোঁজখবর নিচ্ছেন। সরকারের পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় মানুষজনকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। গত ৪-৫ দিন যাবৎ অসুস্থবোধ করায় গত বুধবার তিনি করোনা পরীক্ষা করান। আজ ফলাফল পজিটিভ আসে।

Leave a Reply