একজন সৈয়দ নজরুল ইসলাম ও একটি পরিবার অথবা এক টুকরো বাংলাদেশ : মোঃ শরীফুল ইসলাম শরীফ

মোঃ শরীফুল ইসলাম শরীফ,(সভাপতি কিশোরগঞ্জ জেলা সেচ্চাসেবক লীগ,ও মেয়র প্রার্থী কিশোরগঞ্জ পৌরসভা) ফেইসবুক ওয়াল থেকে
৷৷৷৷  একজন সৈয়দ নজরুল ইসলাম ও একটি পরিবার অথবা এক টুকরো বাংলাদেশ।৷৷  

হালকা কুয়াশা ভেজা সকাল। বাগানের গোলাপ গাছে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছিল সেদিন। আগমনী গানের সত্য ধারায় এই বাগানওয়ালা বাড়িতে জন্ম নেয় এক ছোট্ট ফুটফুটে শিশু। গোলাপ ফুলের মতো মনোহর, প্রাণ-প্রাচুর্যে ভরা। দাদা সৈয়দ আবদুর রইস তাই নাম রাখলেন গোলাপ। ভালো নাম সৈয়দ নজরুল ইসলাম –

সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের প্রধানতম পুরুষ, যার প্রত্যক্ষ নেতৃত্বে প্রবাসী বাংলাদেশ সরকার নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধ পরিচালনার মধ্য দিয়ে পাকিস্থানের হাত থেকে বাংলাদেশ কে পরাধীনতা থেকে মুক্ত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্বাধীন ভুখন্ড উপহার দেয় । এই ঘটনাটি বাঙালি জাতিসত্বাকে বিশ্ববাসীর সামনে গর্বিত পূনরূত্থানের সুযোগ করে দিয়েছিলো প্রথমবার।

তারপর বাতাসে বারুদ আর রক্তের ঝাঁঝালো গন্ধ মেখে যখন বাংলার আকাশে উড়লো লাল সবুজের একটি স্বাধীন পতাকা সেদিনও অবিসংবাদিত এই নেতা বাংলার বুলবুল সৈয়দ নজরুল ছিলেন প্রতিটি বাঙ্গালীর পরম আত্মীয় হিসেবে জাতির জনকের একান্ত ছায়া হয়ে।

নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তিনি শুধু বাংলাদেশ ও বাঙ্গালির ভাগ্য পরিবর্তনেই কাজ করে গেছেন নিরন্তর। তারপরও আমরা তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারিনি। তার মৃত্যু এখনো আমাদের যন্ত্রনা দেয় , আমরা স্তম্ভিত হই সেই ইতিহাসের কালো অধ্যায়টুকু আমাদের ললাটে লেগে আছে বলে।

লাখো শহীদের রক্তে কেনা এই দেশ আর পতাকাতে যখনই শকুনেরা ঝাপিয়ে পড়েছে সম্ভবত তখনই একজন সৈয়দ নজরুলের অভাব অনুভব করেছে জাতি। সেই অভাববোধ থেকেই চরম এক ক্রান্তিকালে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার আহব্বানে বাঙ্গালীর আত্মার আত্মীয় হতে ছুটে আসা এক আদর্শপুরুষ জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম।

যিনি তার অসাধারণ ব্যাক্তিত্ব, সততা ও সৃজনশীলতা দিয়ে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা তৈরীর স্বপ্ন নিয়ে ছুটে চলা দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে করেছিলেন শক্তিশালী । তিনি তার স্বভাবসুলভ সততার জন্য বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে হয়ে উঠেছিলেন চির অনুস্মরণীয় এক আদর্শ। তৃণমূলের লাখো কর্মীর কাছে সৈয়দ আশরাফুল ইসলাম এখনো শুধু একটি অনুভূতির নাম। যেই অনুভূতি স্বপ্ন দেখায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, বিশ্বাস করতে বাধ্য করে আমরাও পারি।

বাবা এবং ছেলের অবর্তমানে সেই ধারাবাহিকতা বজায় রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করণের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর রুপকল্প-২০৪১ বাস্তবায়নে নিরবচ্ছিন্ন কাজ করে যাচ্ছেন আমাদের কিশোরগঞ্জ সদর -১ আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের অভিভাবক ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি আপা।

একজন সৈয়দ নজরুল ইসলাম ও তার পরিবার সত্যিকার অর্থেই যেন একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি।

তাই দেশের কোটি মানুষের পক্ষে শুধু একটি কথাই বলতে চাই-

প্রিয় আপা,

আপনার সৃজনশীল এই পথচলায় বাংলাদেশ আওয়ামীলীগ হয়ে উঠবে আরাে বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আপনি হয়ে উঠবেন আমাদের নরসুন্দার নূরজাহান

আমরা সবাই আমাদের সর্বোচ্চ শক্তি এবং সামর্থ্য নিয়ে সবসময় আপনার পাশে থাকবাে ইনশাআল্লাহ ।

___________________________________________

ভালো থাকুন একজন সৈয়দ নজরুল ইসলাম;
ভালো থাকুক আপামর তৃণমূলের প্রানের অনুভূতি;
ভালো থাকুক আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *