করোনাকালেও জাতীয় সংসদের চার উপনির্বাচনকে ঘিরে জমে উঠেছে রাজনীতি। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রায় ৫ মাস পর সরগরম বিএনপির নয়াপল্টন কার্যালয়। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন বৃহস্পতিবার চার আসনের ২৩টি ফরম বিক্রি করেছে বিএনপি। আজ শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম চলবে। আগামীকাল শনিবার বিএনপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে চার আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে। স্থায়ী কমিটির সদস্যরাই পার্লামেন্টারি বোর্ডের সদস্য। এছাড়া পদাধিকারবলে সংশ্লিষ্ট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন বোর্ডে অংশ নেবে। আগামী রোববার আনুষ্ঠানিকভাবে চার উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-৫ আসনে ৫ জন, ঢাকা-১৮ ৩
আসনে ৬ জন, সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন এবং নওগাঁ-৬ আসনে ৯ জন সর্বমোট ২৩ জন নেতা মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারটি উপনির্বাচনে ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে তিনজন ফরম জমা দিয়েছেন। শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। এর পরদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
ফরম বিক্রির শুরুতেই গতকাল সকাল ১০টায় প্রথম মনোনয়ন ফরম ক্রয় করেন ঢাকা-১৮ আসনের বিএনপি নেতা বাহাউদ্দিন সাদী। কয়েক শতাধিক নেতাকর্মী ব্যানার, ফেস্টুন নিয়ে দলীয় কার্যালয়ে আসেন তিনি। তবে করোনাকালীন স্বাস্থ্য নিরাপত্তার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে তার সঙ্গে কয়েকজনকে নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। রুহুল কবির রিজভীর কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করে সংবাদমাধ্যমকে সাদী জানান, চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে বিএনপি। আরও একটা বিষয় হচ্ছে, দেশের মানুষ তো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। আর বিএনপি যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তো দেশের মানুষ সেই অধিকারটুকুও হারাবে। দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং মনোনয়ন পাবেন এমন আশাও করছেন। এরপর বিএনপির থানাপর্যায়ের শীর্ষ নেতাদের নিয়ে মনোনয়ন সংগ্রহ করেন এস এম জাহাঙ্গীর। পরে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্পপতি কফিল উদ্দিন আহম্মেদ। এ সময় তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ করা যায়। এ ছাড়াও ঢাকা-১৮ আসনে মনোনয়ন ফরম নেন বিএনপি নেতা হাজী মোস্তাফিজুর রহমান সেগুন, ইসমাইল হোসেন, আখতার হোসেন, ইশতিয়াক আজিজ উলফাতসহ ৬ জন।
ঢাকা-৫ আসনের জন্য বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আলহাজ সালাহউদ্দিন আহমেদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি নবী উলস্নাহ নবী, বিএনপির মো. জুম্মন মিয়া ও আকবর হোসেন নান্টু দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
নওগাঁ-৬ মনোনয়ন ফরম সংগ্রহ করেন আনোয়ার হোসেন, মো. আব্দুস শুকুর, এস এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এছাক আলী, আতিকুর রহমান রতন মোলস্না, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাইদ রফিকুল আলম রফিক। সিরাজগঞ্জ-১ আসনে টি এম তহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, মো. রবিউল হাসান।
প্রসঙ্গত, ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনো তফসিল ঘোষণা হয়নি।
Leave a Reply