‘ইমরান খান অক্ষম প্রধানমন্ত্রী’

ইমরান খান অক্ষম প্রধানমন্ত্রী। আসন্ন জানুয়ারির আগেই ইমরান খান সরকারের পতন ঘটবে।জনগণের লড়াইয়ের মুখে খানের সরকার টিকতে পারবে না। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকারকে ঘরে পাঠিয়ে দেয়া হবে বলে মন্তব্য করছেন পাকিস্তান মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

ইমরানকে উদ্দেশ করে মরিয়ম বলেন, আপনি হয়তো বাছাই করা একজন নেতা। কিন্তু আপনি পাকিস্তানের অক্ষম প্রধানমন্ত্রী

ইমরান সরকারের সমালোচনা করে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে আরও বলেন, জেনারেল মোশররফের আমলেও পিএলএম-নওয়াজ এতটা নৃশংসতার মুখোমুখি হয়নি। আমি এই সরকারের স্বীকৃতিই দেইনি। এ সরকারকে সরকার ডাকার যোগ্যতা নেই।

গেলো ১৬ অক্টোবর পাঞ্জাবের গুজরানওয়ালাতে সমাবেশের ডাক দিয়েছে পিএমএল-এন। দলটির তথ্য সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব জানান, পুরো শহরের মানুষ সমাবেশটিতে অংশ নেবে।

বিক্ষোভ সামনে রেখে সাক্ষাৎকারে মরিয়ম বলেন, নওয়াজ শরিফের পক্ষ নিয়ে জনগণ ‘অযোগ্য ও অক্ষম’ প্রধানমন্ত্রীর পতন ঘটাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *