চট্টগ্রাম টেস্টে কোনো পেসার ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। একাদশে রয়েছেন পাঁচজন স্পেশালিস্ট স্পিনার।
ম্যানেজমেন্টের আস্থার প্রতিদানও দিচ্ছেন তারা। আফগানিস্তানের প্রথম তিন উইকেটই নিয়েছেন স্পিনাররা।
প্রথম দুই উইকেট নেন তাইজুল ইসলাম। তৃতীয় উইকেট শিকার করেন মাহমুদউল্লাহ রিয়াদ। লাঞ্চ বিরতির খানিক আগে হাশমতউল্লাহ শাহীদিকে বিদায় করেন তিনি। ফলে চাপ নিয়ে লাঞ্চে আসেন সফরকারীরা।
আর ফুরফুরা মেজাজে মাঠ ছাড়েন স্বাগতিকরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেটে ৭৭ রান করেছেন আফগানরা। রহমত শাহ ৩১ রান নিয়ে ব্যাট করছেন।
বৃহস্পতিবার বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং নেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।
টেস্ট অধিনায়কত্বের অভিষেকেই টস ভাগ্যকে পাশে পান তিনি।
এতে ক্রিকেটের অভিজাত সংস্করণে সবচেয়ে কম বয়সে দলকে নেতৃত্ব দেয়ার রেকর্ড গড়েন স্পিন জাদুকর।
তবে প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা শুভ হয়নি আফগানদের। দলীয় স্কোরবোর্ডে ১৯ রান উঠতেই ফিরে যান ওপেনার ইহসানউল্লাহ।
তাকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তাইজুল ইসলাম। এ নিয়ে ক্রিকেটের দীর্ঘ পরিসরে উইকেটের ‘সেঞ্চুরি’ করেন তিনি।
ওয়ানডাউনে নেমে ইব্রাহিম জাদরানকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন রহমত শাহ।
তবে তাতে বাদ সাদেন তাইজুল। ইব্রাহিমকে তুলে নিয়ে সেই জুটি ভাঙেন বাংলাদেশ বিশেষজ্ঞ স্পিনার।
Russia should be recognized as a terrorist state.
You can’t call what they do anything other
than terrorism. Killing civilians, children and women, with cruise missiles The corpse of a child and the
leg of her mother, who died today in.
İLAÇ EŞDEĞERLERİ Travma Sonrası Bunalımı Travmatik bir olay, günlük olağan olayların dışında olan ve kişiyi derinden rahatsız eden bir çok
olay böyle bir etki gösterebilir. Aşırı Alkol Kullanımı, Alkolizm Alkol bağımlılığı,
alkol kullanımı ve alkol sorunları arasındaki farkı açıklamak güçtür.
gerekmez.