কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চান্দপুর বড়বাড়ী গ্রামে প্রগতি পাঠাগার চত্বরে ২০ জন মহিলার মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। কোভিড-১৯-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও নারীদের আত্মকর্সংস্থান সৃষ্টির লক্ষ্যে এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চান্দপুর ইউনিয়নের চান্দপুর বড়বাড়ী গ্রামে সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা ডা. এসএ ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন হযরত মিয়া চাঁন শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, চান্দপুর বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শামসুল আলম বুলবুল, সমাজসেবক সৈয়দ হামিদুল হক, চান্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. সৈয়দ মুরাদ, ঢাকাস্থ কটিয়াদী-পাকুন্দিয়া যুব পরিষদের সভাপতি ও প্রগতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ, কিশোরগঞ্জ জজ কোর্টের আইনজীবী খালেকুজ্জামান রঞ্জন, রক্তদান সমিতি’র প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈম।

প্রগতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সৈয়দ জাকিরুল ইসলাম পলাশ বলেন, আমরা এখন করোনাকালীন দুর্যোগ পার করছি। এই দুর্যোগে প্রায় সব পেশার মানুষই ক্ষতির মুখে হয়েছে। এমনকি মা-বোনেরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কর্মসংস্থানের ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি জরুরি কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের যথাযথ পৃষ্ঠপোষকতা। করোনা দুর্যোগ মোকাবেলায় প্রগতি পাঠাগার অনেকের আত্মকর্মসংস্থান সৃষ্টিসহ একাধিক উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আশা করি আমাদের এই ক্ষুদ্র চেষ্টা বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে কিছুটা হলেও সহায়ক হবে
এ সময় আরও উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, ফজলে রাব্বী, চান্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, প্রগতি পাঠাগারের সদস্য
সৈয়দ শুভ, রোমান, মুর্শেদ, জয়,ইমরান,সেলিম, সৈয়দ শশী প্রমূখ।

Leave a Reply